ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অবকাঠামোগত সহযোগিতার ওপর জোর দিয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেছেন, বাংলাদেশের অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে সহজ শর্তে ঋণ সহযোগিতা দিতে পারে দেশটি। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে দক্ষিণ কোরিয়া দূতাবাস ও কোরিয়ান সংস্থা কোটরা আয়োজিত
রোডশো অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, কোরিয়া ও বাংলাদেশের মধ্যে অবকাঠামোগত সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭৩ থেকে ১১১টি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে ২১০টি অবকাঠামোগত প্রকল্পে কাজ করেছে। ১৯৬৮ সালে বাংলাদেশের স্বাধীনতার আগেও একটি কোরিয়ান কোম্পানি কোরিও ডেভেলপমেন্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণ প্রকল্পে অংশ নিয়েছিল।

রোডশো অনুষ্ঠানে হুন্দাই, স্যামসাং, হালা কনস্ট্রাশনসহ ১১টি কোরিয়ান কোম্পানি অংশগ্রহণ করে।

লি কিউন বলেন, আমি সম্প্রতি জানতে পেরেছি যে, পূর্ব পাকিস্তান আমলে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও ১৯৬৮ সালে ঢাকায় একটি কোরিয়ান কোম্পানি ছিল। যারা ঢাকা ও চট্টগ্রামের মধ্যে একটি মহাসড়ক তৈরি করছিল। এই কোম্পানি ছিল কোরিও ডেভেলপমেন্ট কর্পোরেশন। আমি জেনে খুব অবাক হয়েছিলাম যে, ষাটের দশকের প্রথম দিকে কোরিয়ান কোম্পানি বিদেশি নির্মাণ প্রকল্পে অংশ নিয়েছিল।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে একটি কোরিয়ান কোম্পানির সম্পৃক্ততার একটি ইতিহাস রয়েছে। পদ্মা সেতুর আগে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প ছিল যমুনা সেতু প্রকল্প। হুন্দাই কনস্ট্রাকশন এবং সামহওয়ান কনস্ট্রাকশন কোম্পানি যারা ১৯৯৮ সালে যমুনা সেতু এবং এর প্রবেশ পথ নির্মাণ করেছিল।

এনআই/এসকেডি