নোয়াখালী জেলার হাতিয়ায় মেঘনা নদীতে চাঁদা না দেওয়ায় দুই জেলেকে গুলি করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহত জেলেরা হলেন, মো. আবুল বাশার (৩২) ও কালু (৩২)। তাদের বাড়ি বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানায়।

গুলিবিদ্ধ আবুল বাশার ঢাকা পোস্টকে বলেন, জলদস্যুরা আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার ভোরে আমাদের গুলি করে জাল এবং মাছ নিয়ে যায়। পরে আমাদের প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানায়, আমার বুকে গুলি লেগেছে এবং কালু ভাইয়ের ডান হাত ও গলায় গুলি লেগেছে। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালী জেলার মেঘনা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এসএএ/এসকেডি