জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন উপলক্ষে ঢাকার জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
গঠনতন্ত্র বিরোধী কাজ করায় বর্তমান কমিটি বিলুপ্ত করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে শহীদুল আলম ঝিনুক, মো. আসাদুজ্জামান, রুনা নাহিদ আকতার, মো. গোলাম রব্বানী, শেখ মফিজুর রহমান, শেখ গোলাম মাহবুব, মো. মাহবুবার রহমান সরকার, এ. কে. এম মোজাম্মেল চৌধুরী (লেনিন), মো. মজিবুর রহমান, মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, মো. সোহেল আহমেদ, বেগম জীনাত সুলতানা, রেজাউল করিম চৌধুরী, সৈয়দ মাসফিকুর ইসলামকে রাখা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) ভার্চুয়ালি জরুরি এক সাধারণ সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
এমএইচডি/জেডএস