হিসাব রক্ষণের অডিটরের বিরুদ্ধে সম্পদের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হিসাব রক্ষণ অফিসের সাবেক অডিটর আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ অক্টোবর) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা হিসাব রক্ষণ অফিসের সাবেক অডিটর আবুল ফজল দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবরসহ মোট ৩৯ লাখ ১৫ হাজার ৬৮৮ টাকার সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে মোট ৪১ লাখ ২৫ হাজার ৯২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
সূত্র আরও জানায়, ২০১৯ সালের ২৮ জুলাই আবুল ফজলের বিরুদ্ধে সম্পদ বিবরণ দাখিল করার জন্য নোটিশ দিয়েছিল দুদক। এরপর ২০২০ সালের ২৪ মার্চ সম্পদের হিসাব দাখিল করেন। যেখানে তিনি ৬১ লাখ ৭২ হাজার ৫০০ টাকার স্থাবর ও ৪৬ হাজার ২০০ টাকার অস্থাবর সম্পদের হিসাব দেখান। কিন্তু দুদকের অনুসন্ধানে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থ্যাৎ স্থাবর-অস্থাবর সম্পদ মিলিয়ে ৩৯ লাখ ১৫ হাজার ৬৮৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি।
বিজ্ঞাপন
অন্যদিকে দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত ৪১ লাখ ১৫ হাজার ৯২১ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরএম/জেডএস