পাচঁ দিনের জন্য গজে (হাতি) চড়ে কৈলাশ থেকে মর্তে এসেছিলেন মা দুর্গা। আজ ভক্তদের কাঁদিয়ে নৌকায় করে পুনরায় ফিরবেন কৈলাশে। মা চলে যাচ্ছেন বলে ভক্তদের মন খারাপ।

বুধবার (৫ অক্টোবর) রাজধানীর শাঁখারীবাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভক্তরা মায়ের বিসর্জন পূজা করছেন। মায়ের কাছে প্রার্থনা করছেন যেন মা তাদের আগামী দিনগুলোতে ভালো রাখেন। তাদের মঙ্গল করেন।

বিসর্জন পূজা করতে আসা ভক্ত তটিনী সরকার ঢাকা পোস্টকে বলেন, মা এসেছেন, আবার চলে যাচ্ছেন। মায়ের চলে যাওয়া কষ্টের। আমরা আমাদের সাধ্যানুযায়ী মাকে বিজয়া দিয়েছি। মায়ের কাছে প্রার্থনা যেন সবাইকে ভালো রাখেন। দেশের ভালো করেন। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করেন।

রমেশ ধর ঢাকা পোস্টকে বলেন, গত দুই বছর করোনার কারণে মায়ের পূজা ভালোভাবে হয়নি। দুই বছর পর এবার বড় আকারে পূজা হচ্ছে। আমরা অনেক আনন্দিত। সকাল থেকে মায়ের বিসর্জন পূজা করলাম। বিকেলে মা চলে যাচ্ছেন। মা চলে যাচ্ছেন বলে মন খারাপ হচ্ছে। তবে মা আগামী বছর পুনরায় ফিরে আসবেন এটাই কামনা করছি। মা যেন আমাদের মঙ্গল করেন। 

ভক্ত সন্ধ্যা রাণী ঢাকা পোস্টকে বলেন, মা এই ধরণী ছেড়ে চলে যাওয়ায় আমাদের সবার মধ্যে বইছে বেদনার সুর। কিন্তু এটাই নিয়ম মাকে চলে যেতে হবে। মা আবার আগামী শরতে আসবেন আমাদের জন্য মঙ্গলের বার্তা নিয়ে। মার কাছে আমাদের সবার একটাই চাওয়া ছিলো তিনি যেন এ ধরনীর বুকে যে শান্তির বার্তা দিয়েছেন তা যেন একটি বছর অক্ষুণ্ণ থাকে। আর মায়ের আশীর্বাদে আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি।

গত ১ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরের ৪ দিন রাজধানীসহ দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনায় ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকায় সবচেয়ে বেশি পূজা উদযাপিত হয়েছে পুরান ঢাকার সূত্রাপুর থানায়। এখানে মোট পূজামণ্ডপ ২৫টি। এছাড়া কোতোয়ালি থানায় ২১টি, ওয়ারী থানায় ১৭টি মণ্ডপে পূজা উদযাপিত হয়েছে।

আইবি/জেডএস