উপজেলা পরিষদে কর্মরত কর্মচারীদের চাকরি রাজস্বকরণ ও বেতন-ভাতাসহ পেনশন ও পেনশন পরবর্তী সকল সুযোগ-সুবিধা রাজস্ব খাত থেকে বাস্তবায়নের দাবি জানিয়েছে উপজেলা পরিষদের কর্মচারীরা।

শনিবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ উপজেলা পরিষদ অফিস সহায়ক অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, উপজেলা পরিষদের কর্মচারী সেবাদানে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে। রাজস্ব খাতের সকল সুযোগ সুবিধা আমাদের পরিবারের একমাত্র ভরসা, বেঁচে থাকার ভরসা। বর্তমান এ অবস্থায় চাকরি করেও আমরা শূন্য হাতে বিদায় নিচ্ছি। তাই অবিলম্বে রাজস্বকরণ সহ সকল দাবি মেনে নিতে অনুরোধ করছি। 

সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম সোহান বলেন, আমরা এক অনিশ্চিত জীবন অতিবাহিত করছি। যেখানে কোনো নিশ্চয়তা নেই। শূন্য হাতে ফেরা আমরা মানুষগুলো শেষ জীবনে অর্থকষ্টে চিকিৎসাও করাতে পারি না। আমার জীবনের নিশ্চয়তা প্রয়োজন। বাঁচার জন্য অর্থের প্রয়োজন। তাই আমাদের দাবি মেনে নিন।

আইবি/এনএফ