র‍্যাবের হাতে আটক নাছির

চট্টগ্রামের আনোয়ারা থানার উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির (৩৫) নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, মাদক কেনাবেচার জন্য চাতরী ইউনিয়নের জালাল সওদাগরের ঘরের ভেতর কয়েকজন অবস্থান করছে। অভিযান চালিয়ে নাছিরকে আটক করা হয়েছে।  

তিনি বলেন, নাছিরের কাছ থেকে ১টি ওয়ানশুটারগান, ১ রাউন্ড গুলি এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামির বসতঘর তল্লাশি করে ৬টি চাকু জব্দ করা হয়েছে। তাকে আলামতসহ আনোয়ারা থানায় পাঠানো হয়েছে।

কেএম/আরএইচ