রাজধানীর ওয়ারী থেকে এক হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারের নাম মো. আলমগীর হোসেন সাবু।

রোববার (১০ অক্টোবর) রাতে ওয়ারীর টিপু সুলতান রোডে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, খবর আসে টিপু সুলতান রোড এলাকায় এক ব্যক্তি নেশাজাতীয় ইনজেকশন বিক্রির জন্য অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলমগীর হোসেন সাবুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০০ পিস নেশাজাতীয় ইনজেকশন।

এডিসি মামুন বলেন, সাবু সীমান্ত এলাকা থেকে কম দামে এসব ইনজেকশন সংগ্রহ করে ঢাকাসহ ও আশপাশের এলাকায় বেশি দামে বিক্রি করতেন। তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এআর/এমএইচএস