পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ কাজ করতে চায় না বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্যের ভুল ব্যাখ্যার প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কয়েকটি পত্রিকায় ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ-শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। তবে, বাংলাদেশের অগ্রাধিকার হলো উন্নয়ন। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে বা বিনিয়োগের ক্ষেত্রে কেউ এগিয়ে আসলে বাংলাদেশ স্বাগত জানাবে। দামি দামি প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বাংলাদেশের জন্য অগ্রাধিকার বিষয় নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মোমেন বলেছেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইন্দো-প্যাসিফিক ইস্যুতে মার্কিন বিনিয়োগের উদ্যোগকে সরকার স্বাগত জানাবে। আমরা চাই বঙ্গোপসাগর সকলের জন্য উন্মুক্ত থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
সোমবার (১ মার্চ) যুক্তরাষ্ট্র সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরেন মোমেন। সেখানে ইন্দো-প্যাসিফিক ইস্যুটিও আলোচনায় আসে।
এনআই/ওএফ