রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকায় প্রাইভেটকার চুরি করে পালানোর সময় লুৎফর ড্যানিয়েল (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। পেটানোর পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।   

সোমবার (১০ অক্টোবর) বিকেল ৩টার সময় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সোয়া ৪টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। 

আহত লুৎফরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, দুপুরে গাড়ি চুরি করে স্টার্ট দিয়ে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয় গাড়ি চালকরা। পরে তাকে গণপিটুনি দিয়ে আমাদের কাছে সোপর্দ করে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এসএএ/এনএফ