মোদির সফরেই চোখ বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৬ মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে যোগাযোগ, বাণিজ্য, অভিন্ন ছয় নদীর পানিবণ্টন, আঞ্চলিক সহযোগিতাসহ কোভিড পরবর্তী সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
মঙ্গলবার (২ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসবেন। তার সফরসূচি চূড়ান্ত করতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ৪ মার্চ তিনি আসবেন। সফরে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। যেহেতু উনার পরই নরেন্দ্র মোদি আসছেন, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সেসময়ের জন্য রেখে দেব।
বিজ্ঞাপন
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। তার এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। বলতে গেলে বাংলাদেশের চোখ এখন মোদির সফর ঘিরে।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট কিভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হবে। তবে যোগাযোগ ইস্যুটি বেশি প্রাধান্য পাবে। এছাড়া আলোচনা হবে অভিন্ন ছয় নদীর পানিবণ্টন নিয়ে। থাকবে আমদানি-রপ্তানি বাধা দূর করার বিষয়টিও।
বিজ্ঞাপন
সম্প্রতি মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত করতে চারদিনের সফরে ভারত যান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ওই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ বিন মোমেন। তখন ঢাকা সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জয়শঙ্করের কাছে একটি চিঠি পৌঁছে দেন তিনি।
এনআই/আরএইচ