বুধবার সকাল থেকেই থাকবে রৌদের তেজ

রাতে সারাদেশের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শেষ রাতে নদী এলাকা ও খোলা জায়গায় হালকা কুয়াশাও দেখা যাবে। এর বাইরে আবহাওয়ায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কমলেও বুধবার (৩ মার্চ) সারাদেশে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন খান মঙ্গলবার (২ মার্চ) ঢাকা পোস্ট-কে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে আগামী ৬ তারিখের পর। সিলেট অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ আবহাওয়াবিদ জানান, আজ রাতে সামান্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে। তবে খুব বেশি পার্থক্য না হওয়ার সম্ভাবনাও রয়েছে। দিনের শুরু থেকেই দেখা মিলবে রোদের। সর্বোচ্চ তাপমাত্রাও গড়ে ৩০-এর উপরে থাকবে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া আংশিক শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তবে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যশোরে।

ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার ছিল। এছাড়া সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৫ শতাংশ। ঢাকায় সূর্যোদয় হবে ৬টা ১৯ মিনিটে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

একে/এফআর