ওয়াকফ প্রশাসনকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে উন্নীত করা হবে
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের টেকসই উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতা ও যোগ্যতা কাজে লাগাতে হবে। এক্ষেত্রে যেসব সমস্যা ও চ্যালেঞ্জ ইতোমধ্যে চিহ্নিত হয়েছে, সেগুলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি শ্রেণিতে বিভাজন করে কার্যকর ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করা হবে। এর মাধ্যমে বাংলাদেশ ওয়াকফ প্রশাসনকে একটি আদর্শ সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে উন্নীত করা হবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) মগবাজারের বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ‘একটি টেকসই উন্নয়ন ভাবনা: বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সম্ভবনা ও সমস্যা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের নীতি সহায়তা, অর্থ ও জনবল সহায়তার প্রয়োজন রয়েছে। যুগোপযোগী নীতি ও আইনি কাঠামো, পর্যাপ্ত দক্ষ ও যোগ্য জনবল এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা একটি টেকসই ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা প্রশাসন গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ওয়াকফ প্রশাসন এদেশের বিশাল ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর আবেগ ও বিশ্বাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর সাথে মুসলমানদের ইহকালীন ও পরকালীন কল্যাণ ভাবনা জড়িত।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াকফ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা এলেও আইনগত, প্রশাসনিক ও জনবল সীমাবদ্ধতার কার্যকর ও স্থায়ী সমাধান না হওয়ায় প্রতিষ্ঠানটির অমিত সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। আজকের সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধ এবং আলোচকদের আলোচনা, মতামত ও সুপারিশগুলো বিবেচনায় নিয়ে এ প্রতিষ্ঠানকে যুগপোযোগী, কার্যকর ও জনকল্যাণমুখী করে টেকসই উন্নয়নের পথে পরিচালিত করা হবে।
বিজ্ঞাপন
সেমিনারে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মাদ আব্দুল আওয়াল হালাদার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াকফ প্রশাসক খান মো. নুরুল আমিন। সেমিনারে আরও বক্তব্য রাখেন- ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডরী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মুহা. মুনীম হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো.মুশফিকুর রহমান।
এমএইচএন/এনএফ