ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থরক্ষা ও সমস্যা সমাধানের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটি নামের নতুন একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নামফলক উন্মোচন ও পরিচিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই সংগঠনের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির সভাপতি তৌফিক এহেসান বলেন, বাংলাদেশে বহু ব্যবসায়ী কেন্দ্রিক সংগঠন রয়েছে। অধিকাংশ ব্যবসায়ী সংগঠনই নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণিভিত্তিক, যা শুধু নিজ নিজ স্বার্থ সংরক্ষণে কাজ করে আসছে। এগুলোর দেশের সর্ব অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সমানভাবে কার্যকর নয়। আমি মনে করি, বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটি এই ঘাটতি পূরণ করবে।

আরও পড়ুন : মার্কেটের শাটার খুলে ম্যাজিস্ট্রেট দেখলেন ভেতরে সব দোকান খোলা

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী। সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে ব্যবসায়িক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ শপ অ্যান্ড বিজনেসম্যান সোসাইটি যাত্রা করছে। এ সংগঠন দেশের সব স্তরের ও সব স্থানের ব্যবসায়ীদের দাবি নিয়ে কথা বলবে, প্রয়োজনের কথা বলবে।

তৌফিক এহেসান বলেন, এ সংগঠন রাষ্ট্রীয় নীতি এবং সামগ্রিক জনস্বার্থ বিবেচনা করে কাজ করবে। এটি রাষ্ট্রীয় শাসনকে উপেক্ষা করে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ডের ব্যবস্থা, সমর্থন বা অংশগ্রহণ করবে না।

তিনি জানান, এ সংগঠন যেকোনো মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এবং এককভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যেকোনো বিষয়ে আলোচনা সভা, র‌্যালি, সেমিনার ইত্যাদি আয়োজনের মাধ্যমে সেবা প্রদান করবে। মানব উন্নয়নে অংশীদারিত্বের বিধান প্রবর্তন, শ্রমিক ইউনিয়ন শিল্প বাণিজ্যের সম্প্রসারণ, দেশের স্বার্থ সংরক্ষণে ট্যারিফ সেবা প্রদান করবে এ সংগঠন। সচেতন, সংবেদনশীল ব্যবসায়ীদের নিয়ে এ সংগঠন গড়ে তোলা হয়েছে। গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনার কৌশল নির্ধারণ করা হবে। দেশের বড় থেকে প্রান্তিক ব্যবসায়ীদের দাবি সমান গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

সংগঠনের সভাপতি বলেন, বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির সদস্য দেশের সব স্তরের দোকান মালিক ও ব্যবসায়ী শ্রেণির আওতাভুক্ত থাকবে। দোকান মালিক ও ব্যবসায়ীদের মানব কল্যাণমুখী সহায়তা, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আওতাধীন থাকবে। এটি একটি বেসরকারি, অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। জাতীয় পরিচয়পত্র, বৈধ ট্রেড লাইসেন্স ও টিন নম্বর রয়েছে এমন দোকান মালিক ও ব্যবসায়ীরা আবেদনের মাধ্যমে সদস্য হতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জোয়ারদার মোস্তাক আহমেদ, ব্যবসায়ী সমিতির নেতা ইঞ্জিনিয়ার সুব্রত চৌধুরী, নজরুল ইসলাম বাবু, ঈমান হোসেন কানন, মিজানুর রহমান, আনিসুল মান্নান শাহেদ, সারোয়ার হোসেন বায়েজিদ প্রমুখ।

আইবি/এসএসএইচ