ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন নামঞ্জুর/ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এই আদেশ দেন।  

আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাংগঠনটিক ঢাবি শাখার সহ-সভাপতি নাজমুল হুদা।

এসময় আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হানিফ, সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলামসহ কয়েকজন জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
 
এর আগে সোমবার (৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ মামলার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও সাংগঠনটিক ঢাবি শাখার সহ-সভাপতি নাজমুল হুদা। গত ৩ ডিসেম্বর তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ঢাবির এক ছাত্রী মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনকে আসামি করা হয়। নাজমুল হুদা এ মামলার ৫ নম্বর আসামি। তিনি ওই সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি। পরে ওই ঘটনায় ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী।

টিএইচ/ওএফ