রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদী এলাকা থেকে শরীফুজ্জামান শিপন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত ৩টায় নিহতের ঘর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের মামা মাহফুজ ঢাকা পোস্টকে বলেন, শিপন তিতুমীর কলেজের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি সে মোবাইল এক্সেসরিজের ব্যবসা ও অনলাইনে কাজ করত। একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু শিপনের পরিবার সম্পর্কটি মেনে নেয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অন্যদিনের মতই মঙ্গলবার সন্ধ্যার পর বাসায় এসে ঘরের দরজা লাগিয়ে কাজ করছিল শিপন। খাবারের জন্য তার বাবা ডাকাডাকি করলেও শিপন ঘর থেকে বের হয়নি। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে সন্দেহ থেকে বাড়িওয়ালা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিপনের মরদেহ উদ্ধার করে। পরে রাত ৪টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মো. আমানুল্লাহ বলেন, খবর পেয়ে রাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার জানিয়েছে, একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু পরিবার থেকে মেয়েটিকে না মেনে নেয়নি। তাই হয়ত শিপন আত্মহত্যা করেছে।
বিজ্ঞাপন
ঢামেক/এমএইচএস