চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় ট্রাকচাপায় এস্তেখাজোর রহমান (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) সাতকানিয়ার ছদাহা এসআই পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এস্তেখাজোর রহমান লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া ঘোনাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাকসুদ আহমেদ।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক  ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ট্রাকটি জব্দ আটক করা যায়নি। তবে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

কেএম/এমএইচএস