জাপানে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করেছে জাপানের টোকিও বাংলাদেশ দূতাবাস।
এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। এসময় বাংলাদেশি কমিউনিটির নেতা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় শেখ রাসেল দিবসের থিম সং পরিবেশন করা হয়। পরে শেখ রাসেল, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর মতোই শেখ রাসেল শিশুকাল থেকেই উদার, পরোপকারী, শান্তিপ্রিয় ছিলেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দেন, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু যেদিন জাপানের মাটিতে পা রাখেন সেদিন ছিল ১৮ অক্টোবর ১৯৭৩। অর্থাৎ শেখ রাসেলের জন্মদিন। সেদিন বাবার সঙ্গে রাসেলও জাপানে এসেছিলেন। পুরো জাপান সফরে শেখ রাসেলকে অনেক চঞ্চল, হাসি-খুশি দেখা গেছে। কখনো তিনি পুকুরে মাছ দেখে আনন্দে মেতেছেন, আবার কখনো জাপানি ঐতিহ্যবাহী জামা ‘ইউকাত্তা’ পরে জাপানি নাচ আর বাদ্য উপভোগ করেছেন।
পরে আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠান আয়োজন করায় দূতাবাসকে ধন্যবাদ জানান। বক্তারা দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এনআই/এমএইচএস