পার্বত্যাঞ্চলে জঙ্গি-সন্ত্রাসীদের ক্যাম্প চলে এমনটা জানলে সেখানে তাদের স্থান দিতেন না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

জঙ্গি ট্রেনিংয়ের জন্য দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে ব্যবহার করা হচ্ছে। আপনি এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু পার্বত্য অঞ্চল বললেই হবে না। জঙ্গিরা যেখানে সুযোগ পায়, সেখানে দেশ ও সরকারে বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে জঙ্গিরা সফল হয়ে ওঠে না।’

‘পার্বত্য অঞ্চলেও আমরা ইদানীং বিষয়টি শুনলাম। যদি জানতাম এখানে জঙ্গি-সন্ত্রাসী ক্যাম্প চলে, তাহলে পাহাড়ি বাঙালি যারাই আছি, নিশ্চয়ই আমরা তাদের স্থান দিতাম না।’

পাহাড়ে কিছু নিষিদ্ধ সংগঠন আছে। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো দমন করতে পারছে না কেন- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তথ্যটি আসলে ঠিক না। পারছে না, কথাটা সত্য নয়। যখন যেখানে যা করা দরকার আইনশৃঙ্খলা বাহিনী সেটা করছে। অপারেশন করা হচ্ছে। পারছে বলেই সন্ত্রাসীরা ধরা পড়ছে, পালিয়ে যাচ্ছে।’

সরকার অত্যন্ত কঠোর উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসীকে তারা ক্ষমা করবে না। কোথাও কোনো জঙ্গি-সন্ত্রাসীদের তৎপরতা দেখলে আমরা যারা আছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করছি। জনগণও সতর্ক আছে।’

এসএইচআর/এমএইচএস