পরিবার নিয়ে ঢাকায় আসছেন কেনেডি জুনিয়র
সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগ্নে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র পরিবার নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। আগামী শনিবার (২৯ অক্টোবর) ৮ দিনের সফরে তারা ঢাকায় আসবেন।
সোমবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাসের বার্তায় বলা হয়, এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র এবং তার পরিবার আগামী ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। মার্কিন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তির বার্ষিকী উদযাপনে এ সফর একটি মাইলফলক হবে।
সফরে কেনেডি জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্পিকারস প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দেওয়া পিতার উত্তরাধিকার স্মরণে বক্তৃতা করবেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পিতার রোপণ করা বট গাছটি পরিদর্শন করবেন। পেশায় আইনজীবী কেনেডি জুনিয়র এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর একটি বক্তৃতা দেবেন।
বিজ্ঞাপন
সফরে কেনেডি জুনিয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
মার্কিন দূতাবাস জানায়, সফরে কেনেডির পরিবারের মধ্যে থাকবেন, ক্যাথরিক কিকি (কেনেডির স্ত্রী), কিলি কেনেডি (মেয়ে), টেডি কেনেডি (ছেলে), গ্রেস কেনেডি অ্যালেন, (ভাতিজি) এবং ম্যাক্স অ্যালেন (ভাতিজা)।
এনআই/এসকেডি