স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর রজতজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ও বক্তব্য দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, বাঁধনের প্রতিষ্ঠাতা শাহিদুল ইসলাম রিপন, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. নাহিদুজ্জামানসহ বাঁধনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়।

গত ২৫ বছরে ছাত্রদের দ্বারা পরিচালিত এ সংগঠনটি দেশে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছে। এরই মধ্যে ২৫ বছরে ‘বাঁধন’ ৯ লাখ ৭৭ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে।

এইচআর/এসকেডি