দক্ষিণ কোরিয়ার সিউলের মেট্রোপলিটন গভর্নমেন্ট আয়োজিত সিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২২’ এ অংশগ্রহণ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২৪ অক্টোবর) সিউলের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, শনি ও রোববার (২২ ও ২৩ অক্টোবর) ‘সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২২’ এ বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন দেশের মোট ৪৭টি দূতাবাস অংশগ্রহণ করে। শনিবার সিউল সিটির ভাইস-মেয়র কিম উই সং কোরিয়ান অতিথিবৃন্দ ও মেলায় অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ দূতাবাসের জন্য নির্ধারিত তিনটি স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প, খাবার  ও পোশাক প্রদর্শন করা হয়। মেলায় হস্তশিল্প স্টলে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিল রেখে বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটিরশিল্প, হস্তশিল্প ও অন্যান্য পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়াও স্টলে মেহেদীতে হাত রাঙ্গানোর ব্যবস্থা করা হয় যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

খাদ্য স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। মেলায় আগত কোরিয়ান ও বিদেশী দর্শনার্থীরা বাংলাদেশি খাবারের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাংলাদেশের শিল্পীদের ঐতিহ্যবাহী গান ও নৃত্য উপস্থিত দর্শকদের নিকট বেশ সমাদৃত হয়। এছাড়া ‘ওয়ার্ল্ড কস্টিউম ডিসপ্লে’ বুথে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকসমূহ প্রদর্শন করা হয়।   

দূতাবাস বলছে, বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কোরিয়ান ও বিদেশি নাগরিকদের মাঝে তুলে ধরার জন্য সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ছিল অনন্য সুযোগ। উৎসবে বাংলাদেশ দূতাবাসের সফল ও সক্রিয় অংশগ্রহণ দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরও বৃদ্ধি ও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

এনআই/এসকেডি