‘ভয়েসেস অব বাংলাদেশ’ শীর্ষক একটি মুক্তিযুদ্ধভিত্তিক মৌখিক ইতিহাসের ডিজিটাল তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহায়তায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে চলছে এ কার্যক্রম। দেশের মহান মুক্তিযুদ্ধ, প্রেক্ষাপট ও সমকালীন সমাজের ভিত নির্মাণে নারী ও প্রান্তিক মানুষের অবদান নথিবদ্ধ করার একটি সামগ্রিক প্রয়াসের নাম ‘ভয়েসেস অব বাংলাদেশ’।

কর্মসূচির সমন্বয়ক আইক্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অ্যালামনাই আইরিন খান জানান, ‘মৌখিক ইতিহাস সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন; পরবর্তী পাঁচ দশকে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ও আর্থ-সামাজিক ঘটনা তুলে ধরা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের বীর মুক্তিযোদ্ধা, নারী জনগোষ্ঠী, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী গবেষক-পেশাজীবী-লেখক, সমাজের অগ্রগণ্য ব্যক্তি, সংস্কৃতি কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে সংরক্ষণ করা হচ্ছে বিভিন্ন ভাষ্য। মৌখিক ইতিহাস সংগ্রহের মাধ্যমে বহুমাত্রিক ডিজিটাল আর্কাইভ তৈরির মাধ্যমে অজানা ভাষ্য ও গল্প দেশের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ হচ্ছে।

ওরাল হিস্টোরি বা মৌখিক ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে ভয়েসেস অব বাংলাদেশের কার্যক্রম নিয়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি খুলনায় এক্সিবিশন, সেমিনার, ফিল্ম প্রদর্শনী ও আর্কাইভিং সেশন আয়োজন করা হয়েছে। 

প্রকল্পের গবেষক আশা জাহিদ বলেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষিত বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে অনলাইনে ডিজিটাল মাধ্যমে আর্কাইভিং করা হচ্ছে। এই কার্যক্রমে সাধারণ তরুণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহ আছে এমন ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারেন।

জেডএস