দক্ষিণখানে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
রাজধানীর দক্ষিণখান থানার কসাই বাজার এলাকায় খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
বিজ্ঞাপন
দগ্ধরা হলেন- মারিয়া (১৮), নবীন (২৫), মামুন (২৫), শান্ত (১৮), মজিবুর (৫২) ও মোক্তার (৩৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে বলেন, দক্ষিণখানে দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। মারিয়ার শরীরের ২৫ শতাংশ, নবীনের ৩৫ শতাংশ, মামুনের ২২ শতাংশ, শান্তর ১৬ শতাংশ, মুজিবুরের ২৫ শতাংশ ও মোক্তারের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধদের সঙ্গে আসা আলিনুর ঢাকা পোস্টকে বলেন, দক্ষিণখানের কসাই বাজার এলাকায় একটি খাবার হোটেলে হঠাৎ বিস্ফোরণে ক্রেতা ও পথচারীসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে এখানে হয়। বর্তমানে তাদের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
এসএএ/আরএইচ