সেনা কল্যাণ ট্রাস্টের নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন, রুবেল আহম্মেদ (৩৫) এবং হারুন অর রশিদ (৪৩)।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বুধবার ভোরে রাজধানীর বনানী থেকে তাদের গ্রেপ্তার করে। 

জেইউ/এনএফ