রাজধানীর বাড্ডায় একটি বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বারিধারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফরহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কাছে ৪টা ২৫ মিনিটে খবর আসে মধ্য বাড্ডার একটি বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে। পরে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট ধরে কাজ করে আগুন নির্বাপণ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান।

এমএসি/আরএইচ