আশুলিয়ায় ফ্যাক্টরিতে দগ্ধ ৩ জন শেখ হাসিনা বার্নে
ঢাকার আশুলিয়ায় নিট প্লাস নামে একটি কাপড়ের ফ্যাক্টরিতে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন মো. তরিকুল ইসলাম (২৬), মো. খালেদ হোসেন (২০) ও মো. আওলাদ হোসেন (২৬)।
বিজ্ঞাপন
দগ্ধদের নিয়ে আসা সহকর্মী মো. রাকিব জানান, আমরা কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিয়ে আসা হয়েছে। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে ও একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে বলেন, সাভারের আশুলিয়া থেকে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. খালেদ হোসেনের শরীরের ৪৫ শতাংশ, মো. তরিকুল ইসলামের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে। আর আওলাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজন। তাদের ভর্তি দেওয়া হয়েছে।
এসএএ/এমএ