কর্মস্থলে সাংবাদিকদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি (বিইউজেএস) নামের একটি সংগঠন।

নোয়াখালীর কোম্পানিগঞ্জে দায়িত্ব পালনকালে গুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহত ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ করেই দেশে সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা বেড়েছে, যা খুবই উদ্বেগজনক। স্বাধীন দেশে সাংবাদিকরা কর্মস্থলে দায়িত্বপালন করতে গিয়ে নিহত হওয়ার মতো ঘটনায় আমরা শঙ্কিত। বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বর্তমানে আশঙ্কাজনকভাবে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েছে বলেও অভিযোগ করেন তারা।

সভাপতির বক্তব্যে বিইউজেএস চেয়ারম্যান এমএ মমিন আনসারি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের সমৃদ্ধ পথচলায় তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু চলতি পথে নির্যাতনের শিকার সাংবাদিকদেরই বেশি হতে হয়। আমরা সাংবাদিক মোজাক্কির হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। একইসঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে বিইউজেএস’র আইন উপদেষ্টা ড. শরিফ শাকি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। এটি একটি কালো আইন। এর সংস্কার করতে হবে। জোরপূর্বক মানুষের কণ্ঠরোধ করা যাবে না। মানুষকে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুর ইসলাম বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে। কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে জীবন দিতে হলো। কর্মস্থলে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। অথচ এসব বিষয়ে সরকার সুনির্দিষ্টভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অপরদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের কারণে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। লেখক মুশতাক আহমেদকেও এই আইনের বলি হতে হলো। আমরা এসবের অবসান চাই। এই কালো আইনের সংস্কার জরুরি হয়ে পড়েছে। সরকারকে সাংবাদিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নির্যাতনে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সমিতির মহাসচিব বি এম আশিক হাসান, ভাইস চেয়ারম্যান আবু কালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম রেজা, জাহিদ শিকদার, মো. ওয়াহিদুন নবী, অর্থ বিষয়ক সম্পাদক পাথর আহমেদ, দপ্তর সম্পাদক কাজী আশরাফুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা হীরা, শ্রম বিষয়ক সম্পাদক কাজী আশরাফুল আলম প্রমুখ।

এসএসএইচ