হাসপাতালে চিকিৎসাধীন মা, পুলিশ সদস্যের কোলে নবজাতক/ ছবি: ঢাকা পোস্ট

চট্টগ্রাম বন্দর থানা এলাকায় আর্মি এম্বারকেশনের সামনে ফুটপাতে সন্তান জন্ম দিয়েছেন এক মানসিক প্রতিবন্ধী নারী। সন্তান ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) ফুটপাত থেকে কন্যা শিশু ও তার মাকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে ভর্তি করিয়েছেন বন্দর থানার এএসআই মো. আমান উল্লাহ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন ঢাকা পোস্ট-কে বলেন, বন্দর থানা পুলিশের একটি দল রাস্তার পাশ দিয়ে ডিউটিতে যাওয়ার সময় এম্বারকেশনের সামনে ওই নারীর চিৎকার শুনে গাড়ি থামায়। এ সময় তার নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় তারা। পথচারী দুই নারীর সহায়তায় তাদের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

মা ও শিশুটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন ওসি। তাদের শরীরও বর্তমানে ভালো রয়েছে।  

কেএম/এফআর