ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর হাজারীবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে ফারুক ইসলাম (২৮) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মানিক ইসলাম ঢাকা পোস্ট-কে বলেন, রায়েরবাজার নির্মাণাধীন পাঁচতলা ভবনে প্লাস্টারের কাজ চলছিল। সে সময় ফারুক পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু ফারুক আজ কাজ করছিলেন না। পরে অসাবধানতাবশত সিঁড়ির ফাঁকা দিয়ে উপর থেকে নিচে পড়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তালাই কুন্ডুনিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে‌। ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আমানত আলী/এফআর