যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার
গ্রেফতার নাজিম উদ্দিন
যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের রহমানিয়া তাহফিজুল কোরআন বালক-বালিকা একাডেমির অধ্যক্ষ হাফেজ নাজিম উদ্দিনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মার্চ) নগরীর মুরাদপুর এলাকায় ওই মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ছয় শিশুকেও উদ্ধার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক।
বিজ্ঞাপন
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগ পেয়ে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। মাদ্রাসাটিতে ৮ থেকে ১৪ বছরের ত্রিশজনের বেশি শিশু পড়াশোনা করে। পুলিশ অভিযানে গেলে মাদরাসার আরও কয়েক শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ করে। এসময় নিপীড়নের শিকার ছয় শিশুকে উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। যৌন নিপীড়নের বিষয়টি গোপন রাখার জন্য শিশুদের ভয়ভীতি দেখাতেন তিনি। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন নিপীড়নের শিকার এক শিশুর ভাই।
বিজ্ঞাপন
কেএম/আরএইচ