রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। এ তাপমাত্রা সহজেই কমছে না। বরং আগামী ২৪ ঘন্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোথাও কোথাও বজ্রবৃষ্টিও হতে পারে। তবে খুব বেশি সময় থাকবে না।
বিজ্ঞাপন
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর গড় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বজ্র বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি.। আর সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৩৭ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/ওএফ