নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার পদে মেয়াদ বাড়ল শাবান মাহমুদের
ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক শাবান মাহমুদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
বুধবার (২ নভেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লী, ভারত-এ মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত শাবান মাহমুদকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় আগামী ২২ নভেম্বর ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ পুন:চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বর্তমান চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে সরকারের সঙ্গে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
বিজ্ঞাপন
২০২০ সালের ১৬ নভেম্বর সাংবাদিক শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এনআই/এসএম