সড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন চালুর দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ ছাড়া দ্রুতগতিতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য সড়কগুলোকে উপযোগী করে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

বুধবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘নিউ হরিজন ট্রিটমেন্ট ইন ইন্টারভেনশন কার্ডিওলজি’ শীর্ষক সেমিনারে সরকারের কাছে এসব দাবি করেন তিনি।

এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জটিল ও ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যানজট। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে অনেক অসাধ্য সাধন হয়েছে। আমি বিশ্বাস করি, তার হাতেই সড়ক-মহাসড়কে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা লেন চালু হবে।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হয়। হার্ট অ্যাটাকের রোগীকে দেড় ঘণ্টার মধ্যে চিকিৎসা দিতে পারলে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। এরপরও যদি দেরি করা হয়, তবুও চার ঘণ্টার মধ্যেই রোগীকে হাসপাতালে নেওয়া উচিত। এ সময়কে বলা হয় গোল্ডেন টাইম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান। মূল প্রবন্ধে বলা হয়, প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বে হৃদরোগজনিত জটিলতায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। সংখ্যার হিসাবে যা ১৭.৯ মিলিয়ন। এর বেশিরভাগই হয়ে থাকে নিম্ন ও নিম্ন-মধ্যবর্তী দেশগুলোতে। এ ছাড়া বাংলাদেশে খুব অল্প বয়সীদের মধ্যেও হৃদরোগের প্রকোপ দেখা যায়।

অনুষ্ঠানে আরও বলা হয়, হৃদরোগে এই বিশাল অঙ্কের মৃত্যুর হার থেকে মানুষকে রক্ষা করার প্রয়াসে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আধুনিক চিকিৎসাবিজ্ঞান এসেছে। করোনা মহামারি চলাকালে যা পরিলক্ষিত হয়েছে। করোনার প্রাদুর্ভাব চলাকালে কাউকে হৃদরোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়নি। 

বিএসএমএমইউতে একদিকে যেমন বুক না কেটে বিশ্বমানের হার্টের অ্যাওর্টিক ভালভ প্রতিস্থাপন হচ্ছে, তেমনি হার্টের রক্তনালীর ব্লকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রিং প্রতিস্থাপনের সূক্ষ্ম কাজ করা হচ্ছে। এ ছাড়া হাতের রক্তনালীর মাধ্যমে রেডিয়াল বা ডিস্টাল রেডিয়াল এনজিওগ্রাম করার সুবিধার্থে রোগীরা পাচ্ছে তাদের পছন্দমাফিক চিকিৎসা। যা আধুনিক বিশ্বের সমমানের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। সেমিনারটি সঞ্চালনা করেন রেসপায়রোটেরি সহযোগী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম।

এ ছাড়া প্যানেল অব এক্সপার্ট হিসেবে মতামত ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত। এ সময় হৃদরোগ বিভাগসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

টিআই/কেএ