আয়কর মওকুফ ও অ্যাপসের ভ্যাট বাতিলে কাজ করবে আইসিটি ডিভিশন
ডেভেলপারদের আয়কর মওকুফ ও অ্যাপসের ভ্যাট বাতিলের জন্যে কাজ করবে আইসিটি ডিভিশন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (৪ মার্চ) দেশের বৃহত্তম মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপসের (www.bdapps.com) জাতীয় অ্যাপ স্টোর হিসেবে যাত্রা শুরুর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগ ও রবির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পলক বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কর্মক্ষেত্রগুলোতে কায়িক শ্রমের পরিমাণ কমে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হবে। এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে আমাদের ডিজিটাল দক্ষতা বিকাশের বিকল্প নেই। যুব সমাজে উদ্যোক্তা তৈরি ও ডিজিটাল দক্ষতা বিকাশকে উৎসাহিত করতে ডেভলপার বান্ধব নীতির জন্য আমরা কাজ করে যাচ্ছি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জানানো হয়, প্রযুক্তি বান্ধব তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকারের আইসিটি বিভাগের ইনকিউবেশন লোকেশনের সঠিক ব্যবহার এবং ডিজিটাল শিক্ষার বিস্তারেও সহযোগিতা করবে রবি। যেন তরুণরা আইসিটি বিভাগের সহজলভ্য ডিজিটাল অবকাঠামোর ব্যবহার করে নিজেদের সমৃদ্ধ করতে পারেন।
রবির পক্ষ থেকে বলা হয়, অ্যাপ ডেভেলপমেন্টকে উৎসাহিত করতে বিডিঅ্যাপস ডেভেলপারদের জন্য প্রথম উইজার্ডভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট সলিউশন নিয়ে আসছে। যা সকল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের ওপর ব্যাপক প্রভাব তৈরিতে সাহায্য করবে।
বিজ্ঞাপন
এছাড়া আইসিটি বিভাগ ও রবি নতুন পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ কর্মসূচি তৈরিতে একত্রে কাজ করবে। যাতে নতুন প্রজন্ম বিডিঅ্যাপস প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের উদ্ভাবনকে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আরো বেশি উৎসাহিত হয়।
বিডিঅ্যাপসের যাত্রার মধ্যে দিয়ে দেশের অ্যাপস তৈরির উদ্যোক্তারা যেকোনও অ্যাপস তৈরি করে এখানে জমা দিতে পারবেন। ফলে সবাই বিডিঅ্যাপসে বেশ করে দেশের সব ধরনের অ্যাপের সুযোগ সুবিধা পাবেন।
একে/ওএফ