অবশেষে রাজধানীর নীলক্ষেতের রোডসাইড মার্কেটের (তুলা মার্কেট) দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জানা গেছে, দ্বিতীয় ও তৃতীয় তলায় নকশাবহির্ভূত ১৪৮টি দোকান ছিল। 

রোববার (৬ নভেম্বর) দুপুরে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

দেখা গেছে, বিকেল ৩টা ১২ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মার্কেটের পশ্চিম পাশ থেকে হুইল এক্সকাভেটর দিয়ে অবৈধ দোকানগুলো গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, নীলক্ষেত সিটি করপোরেশনের বৈধ মার্কেট তুলা মার্কেট নামে পরিচিত ৩৫টি বৈধ দোকানের ওপরে অবৈধভাবে দেড় শতাধিক দোকান তৈরি করা হয়েছে বিভিন্ন সময়ে। এটা নজরে আসার পর যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেয়রের নির্দেশমতো আমরা এ অবৈধ দোকানগুলো উচ্ছেদ করছি।

তিনি আরও বলেন, এই মার্কেটের দুই তলা ও তিন তলা তৈরিতে কোনো প্রকৌশলী নিয়ম মানা হয়নি। ফলে প্রকৌশলীরা মেয়রকে বিষয়টিও অবহিত করেছেন ঝুঁকিপূর্ণ বলে। সুতরাং এটি মেয়রের অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছে।

দেখা গেছে, মার্কেট ভাঙার জন্য সিটি করপোরেশন থেকে একটি পে-লেডার, একটি হুইল এক্সকাভেটর, হাইড্রলিক লেডার এবং ২টি ড্রাম ট্রাক আনা হয়েছে। সার্বিক পরিস্থিতি রক্ষায় নিরাপত্তার জন্য পুলিশের ২২ জন সদস্য রয়েছে ম্যাজিস্ট্রেটের সঙ্গে। এছাড়াও রয়েছে একটি অ্যাম্বুলেন্স।

এর আগে সকাল থেকে দুই ও তিনতলায় সিটি করপোরেশনের ৫০ জন কর্মী ভেতরের অংশ ভাঙ্গার কাজ করেছে।

এমএইচএন/এমএ