প্রতিবন্ধী স্কুলের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র
ফাইল ছবি
সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের প্রত্যেকটি উপজেলায় ১৫ থেকে ২০টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনও অনুমোদন দেওয়া হয়নি।
এছাড়া, প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার নামে একটি চক্র প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ সব কথা বলেন। অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, প্রতিবন্ধীদের শিক্ষা ও সেবার বিষয়ে বর্তমান সরকার আন্তরিক। তবে প্রতিবন্ধী স্কুল বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে তার নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ৪৯৩টি উপজেলায় ‘শেখ ফজিলাতুন্নেসা মুজিব পল্লী সমাজ সেবা প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কমপ্লেক্স স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের লক্ষ্যে স্থাপত্য অধিদপ্তর হতে স্থাপত্য নকশা এবং গণপূর্ত অধিদপ্তর হতে নির্মাণ ও পূর্ত কাজের প্রাক্কলন পাওয়া গেছে। বর্তমানে প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ চলছে। ওই প্রকল্পের আওতায় দুস্থ নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।
বিজ্ঞাপন
এসআর/এমএ