ডিপিডিসির নতুন সাবস্টেশনের সুপার স্ট্রাকচার নির্মাণ সম্পন্ন
রাজধানীর সিপাহীবাগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) জিটুজি প্রকল্পের আওতায় নির্মাণাধীন (আহমেদ বাওয়ানী) ৩৩/১১ কেভি সাবস্টেশনের সুপার স্ট্রাকচারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) ডিপিডিসি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়্যারহাউজ থেকে ৩৫/৫০ এমভিএ ক্ষমতাসম্পন্ন দুটি ৩৩/১১ কেভি পাওয়ার ট্রান্সফর্মার সাইটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ট্রান্সফর্মারটি স্থাপনের কাজ চলছে। ডিপিডিসি এবারই প্রথম ঢাকার উচ্চক্ষমতা সম্পন্ন ৩৫/৫০ এমভিএ ৩৩/১১ কেভি পাওয়ার ট্রান্সফর্মার স্থাপন করেছে।
ডিপিডিসি সূত্র জানিয়েছে, ২০২৩ সালের জুনের মধ্যে ৩৩/১১ কেভি উপকেন্দ্র এনার্জাইজেশনের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। উপকেন্দ্রটি নির্মিত হলে ডেমরা থানা, স্টাফ কোয়ার্টার ও পার্শ্ববর্তী এলাকায় নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ওএফএ/কেএ