নতুন জঙ্গি সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার
নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দুই অর্থদাতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
বিজ্ঞাপন
এছাড়া জঙ্গিবাদে উদ্বুদ্ধ এক নারী সদস্যকে ডি-রেডিকালাইজড করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বুধবার (৯ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
জেইউ/এনএফ