বাচসকস নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার তালিকা প্রকাশ
বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি (বাচসকস) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাংগঠনিক সংসদ নির্বাচন ২০২২ এর মনোনয়নপত্র জমা অনুসারে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাচসকস নির্বাচন কমিশন।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে ২৭টি পদের বিপরীতে ১০৪ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার নামের তালিকা প্রকাশ করে বাচসকস নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
গত অক্টোবর মাসের ২৩ তারিখে বাচসকস নির্বাচন কমিশনার আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সেই অনুযায়ী চলতি মাসের দুই ও তিন নভেম্বর মনোনয়নপত্র বিক্রি করা হয়। রোববার ৬ নভেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
বাচসকস সাংগঠনিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন মো. আবুল বাশার সিকদার, মোয়াজ্জেম হোসেন, মো. রমিজ ও মো. আলম। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন মোফাজ্জল হোসেন খান, তালেব আলী ও মো. আজিম।
বিজ্ঞাপন
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। তারা হলেন মো. রবিউল আউয়াল রবি, মো. মনিরুজ্জামান, বাবুল হোসেন, মো. জমির আলী, মো. মফিজুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, মো. পারভেজ আহামেদ, মো. নুরুল আফসার, রাউফু নোমান, মো. বিল্লাল হোসেন, মো. আইয়ুব আলী, মো. মোখলেচুর রহমান, মো. মিজানুর রহমান, মো. হাসেম আলী, মো. ফুল মিয়া, মোহাম্মদ আলী, মো. আমীর হোসেন, মোস্তফা কামাল, মো. খবির উদ্দিন, মোহাম্মদ শাহীন, মো. মুনছুর আলী, মো. স্বপন মিয়া, মো. দিনা, মোহাম্মদ আলমগীর, মনির হোসেন, মো. মনোহর আলী, মো. সদা, মো. জাহাঙ্গীর আলম, আবু হানিফ, মো. আমির হোসেন ও খোকন লাল।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। তারা হলেন মো. আব্দুল আজিজ, মো. শিপন মিয়া। এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। তারা হলেন মো. আশরাফ হোসেন ইমন, শমসের উদ্দিন, শরীফ হোসেন, মো. শহীদুল ইসলাম (মিন্টু), মো. শাহ্ আলম ও মো. নাজিম।
সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মো. সুমন, মোহাম্মদ হোসেন লিটন, মো. রিপন হোসেন, মো. আব্দুল আউয়াল লিটন, মো. শিপন মিয়া। দপ্তর সম্পাদক পদে ৫ জন হলেন- মো. ওমর ফারুক, মো. রুকন উদ্দীন, মো. মনির হোসেন, সেলিম হোসেন খান ও মো. মনিরুজ্জামান।
অর্থ সম্পাদক পদে লড়বেন ৪ জন। তারা হলেন- শেখ রমজান আলী, মো. আবুল কাশেম ভূঁইয়া, মো. জাকির হোসেন ও মো. জামাল হোসেন। প্রচার সম্পাদক পদে ৪ জন হলেন- জামাল উদ্দিন, মো. মনির হোসেন, মো. সোহেল রেজা ও মো. ফারুক হোসেন। সহ প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. ওবায়দুল হক ও মো. আনোয়ার হোসেন।
মহিলা সম্পাদিকা পদে প্রতিদ্বন্দ্বিতা চারজন। তারা হলেন- রহিমা খাতুন, মোসা. নাসিমা আক্তার, মিনা আক্তার ও আকলিমা আক্তার। সহ মহিলা সম্পাদক পদে লড়বেন ৩ জন। তারা হলেন ইয়াসমিন বেগম, লতা মাজুমদার ও মোসা. রুমা।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিল আহমেদ জনি। সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন- রেজাউল হোসেন বাবু, মামুন মোল্লা ও মো হাকিম।
সমবায় সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন- মো. বাবুল মিয়া, মো আরাফাত হোসেন উদয় ও আরিফ বেপারী। ধর্মবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- মো. জুম্মান হোসেন, মো. বাবুল হোসেন, মো. হেলাল উদ্দিন ও রিপন মির।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন। তারা হলেন- মো. মনির হোসেন, মো. আব্দুল কাদের, পারুল আক্তার মনি, মো. আলতাফ হোসেন, শ্রী মতিলাল দাস, মো. উজ্জ্বল হোসেন, মো. ইব্রাহিম খান, মো. আবুল কালাম মিয়াজী, মো. কালাম, মো. জয়নাল আবেদিন, মো. বকুল মিয়া, মো. আইনুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. সোহানুজ্জামান তুহিন, মাহবুব আলম পলাশ, মো. সুমন, মো. পান্না মিয়া, মো. তারিক মিয়া, ও মো.জামাল হোসেন।
এসএএ/এমএ