ই-টিকিটিংয়ে বাস ভাড়ার এ তালিকায় সময়ে সময়ে এসেছে পরিবর্তন/ ফাইল ছবি

রাজধানী ঢাকার গণপরিবহনগুলোতে ই-টিকিটিং পদ্ধতি চালুর বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আগামী ১২ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় রাজধানীর ইস্কাটন এলাকায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সংবাদ মাধ্যমে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে সামদানী খন্দকার ঢাকা পোস্টকে বলেন, ঢাকা মহানগরের বাসগুলোতে ই-টিকিটিং প্রসঙ্গে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে।

চালমান ই-টিকিটিং প্রসঙ্গে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটা প্রক্রিয়া চালু করার পর তার সুফল আপনি একদিনেই পাবেন না। বহুদিনের অনিয়মকে নিয়মে আসতে হলে সুযোগ দিতে হবে। আমরা এসব নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলবো।

এমএইচএন/জেডএস