পল্টনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর পল্টন থানার আনন্দ কমিউনিটি সেন্টারের পেছনে একটি বাসার পাঁচতলা থেকে পড়ে হালিমা এরশাদ (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। হালিমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
মৃতের ভাই আরিফ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমার বোন ২০০৮ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি দুই বার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আজ সকালে পাঁচ তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত ) সেন্টু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। জানতে পেরেছি সাড়ে ১১টার দিকে নিজেদের বাসার পাঁচতলার ভবন থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শেরেবাংলা জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কী-না তা খতিয়ে দেখছে পুলিশ।
এসএএ/এসকেডি