ইন্দো-প্যাসিফিক কৌশলে জাপান বাংলাদেশকে অংশীদার হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ককে দেশটি কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায় বলেও জানান তিনি।

সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জাপানি রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশকে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিকের (এফওআইপি) অংশীদার হিসেবে দেখে। আমরা ইন্দো-প্যাসিফিকে একসঙ্গে কাজ করতে পারি। আমরা আমাদের সহযোগিতা বাড়াতে পারি; বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, কানেকটিভিটি, সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে পারি।

ঢাকা-টোকিও সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রসঙ্গে ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশের একটি গুরত্বপূর্ণ অংশীদার। আমাদের ব্যাপক অংশীদারিত্ব রয়েছে। এটাকে আরও বৃদ্ধি করতে চাই। আপনারা জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী চলতি মাসের শেষের দিকে জাপান সফর করবেন। সে সময় আমরা আমাদের অংশীদারিত্বকে একটি কৌশলগত অংশীদারিত্বের নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে।

প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বিষয়ে আগ্রহী জাপান। বাংলাদেশ চাইলে জাপান বাংলাদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করতে পারে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে আরও আলোচনার দরকার আছে।

বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিক বিবেচনায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ইতো বলেন, বাংলাদেশে আরও অবকাঠামো নির্মাণ করার প্রয়োজন পড়বে। সেই যাত্রায় জাপান বাংলাদেশের পাশে থাকতে চায়। গুণগত অবকাঠামো উন্নয়নে জাপান সহায়তা অব্যাহত রাখবে।

রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও অনুকূলে নয়, সাময়িকভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি বরাবরই প্রাধান্যে থাকে। কিন্তু মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়।

রোহিঙ্গা সমস্যার সমাধান করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জটিল বিষয় বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

ইতো নাওকি বলেন, কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবন পরিচালনামূলক সেবাগুলোর সুযোগ অব্যাহত রাখতে জাপান সরকার কাজ করছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনআই/জেডএস