ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপারেশন্স বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে বিপ্লব কুমার সরকারকে।

রোববার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পদায়ন করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. জাকির হোসেন খানকে সদর দপ্তরে বদলি করা হয়েছে। তার জায়গায় বিপ্লব কুমার সরকারকে যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে ডিএমপির আরেক যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) মো জাকির হোসেন খানকে পদায়ন করে হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।  

জেইউ/কেএ