পরিষেবা খাতে আরও দক্ষ কর্মী নিতে সিঙ্গাপুরকে অনুরোধ
বাংলাদেশ থেকে স্বাস্থ্য এবং পরিষেবা খাতে আরও দক্ষ কর্মী নিতে সিঙ্গাপুরকে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পাশাপাশি তিনি দেশটিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান।
ঢাকা সফররত সিঙ্গাপুরের পরিবহন ও বাণিজ্য সম্পর্কের মন্ত্রী এস ইশ্বরান প্রতিমন্ত্রীর সঙ্গে বুধবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে বৈঠক করেন। এসময় প্রতিমন্ত্রী দক্ষ কর্মী নিতে সিঙ্গাপুরকে অনুরোধ করেন।
বিজ্ঞাপন
বৈঠকে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী মহামারির চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশি প্রবাসীদের ক্রমাগত সহায়তার জন্য সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানান। সিঙ্গাপুরের মন্ত্রী বাংলাদেশি পরিশ্রমী শ্রমিকদের নির্মাণ ও অন্যান্য খাতে তাদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বিদ্যমান অনেক সম্ভাবনা অন্বেষণে আগ্রহী এবং এটিকে পরবর্তী স্তরে উন্নীত করার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য উন্মুখ।
সেবা বিতরণের পাশাপাশি বাণিজ্যের জন্য সিঙ্গাপুরকে একটি সংযোগ কেন্দ্র হিসেবে উল্লেখ করে শাহরিয়ার আলম দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ ও অঞ্চলের জন্য আঞ্চলিক সংযোগের সুবিধা প্রদানকারী হিসেবে আবির্ভূত হওয়ার জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা জানান।
বিজ্ঞাপন
সমুদ্রবন্দর ও বিমানবন্দরসহ অবকাঠামো উন্নয়নে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আঞ্চলিক সংযোগ ও উৎপাদন কেন্দ্র হিসেবে বাংলাদেশের উত্তরণকে সহজতর করতে আরও সিঙ্গাপুরের বিনিয়োগের আহ্বান জানান।
সিঙ্গাপুরের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও প্রশস্ত করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির জন্য অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, ডেটা মাইনিং ও বিভিন্ন উচ্চ ক্ষেত্র যেমন ডিজিটাল সংযোগ, পরিষেবা, প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রে কাজ করার বিষয়ে সিঙ্গাপুরের আগ্রহের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিঙ্গাপুরের মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করেন। এসময় বাংলাদেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করার জন্য সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। তারা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে নতুন বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচলের অবকাঠামোর নির্মাণের বিষয়ে মতবিনিময় করেন।
সিঙ্গাপুরের মন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। বাংলাদেশের জ্বালানি খাত উন্নত করতে সহযোগিতার জন্য আরও সমন্বিত পদক্ষেপ নিতে সম্মত হন। এছাড়া তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে একটি সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষর করেছেন।
এনআই/এসএসএইচ