ফাইল ছবি

জ্বালানি সংকটে দেশে কমানো হয়েছে বিদ্যুৎ উৎপাদন। ফলে তৈরি হয়েছে বিদ্যুৎ ঘাটতি। এ ঘাটতি মোকাবিলায় গত ১৯ জুলাই থেকে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ (১৭ নভেম্বর) রাজধানীর কোনো কোনো এলাকায় ২ ঘণ্টা করে লোডশেডিং হতে পারে। ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডেসকো ও ডিপিডিসি তাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। 

তবে এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়েসময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো

অন্যদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। এ শিডিউলে দেখা যাচ্ছে রাজধানীর কোনো কোনো এলাকায় দুই ঘণ্টা করেও লোডশেডিং হবে আজ। 
  
লোডশেডিংয়ের শিডিউল দেখতে এখানে ক্লিক করুন। 

ওএফএ/এনএফ