রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ১১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৬ মার্চ) দিবাগত রাতে বংশালের নিমতলী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ লিটন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বংশালের নিমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবির কোতয়ালি জোনাল টিম। জিজ্ঞাসাবাদে লিটন জানায়, সে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এআর/এসএসএইচ