ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার (২২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে জানাজার জন্য পল্টনে বিএনপির কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ছাত্রদলের নেতা নয়ন মিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বিভাগীয় সম্মেলন উপলক্ষে লিফলেট বিতরণ করার সময় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। এ সময় নয়নের পেটে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন। 

এসএএ/জেডএস