এনবিআরের জনসংযোগ কর্মকর্তার বড় ভাইয়ের মৃত্যু
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ এ মু’মেনের বড় ভাই সৈয়দ মামুনুর রহমান মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২০ নভেম্বর) সকাল সোয়া ৬টা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মরহুমের ভাই এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। আমি আমার ভাইয়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থী।
পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল সকাল ৯টায় মরহুমের পৈত্রিক বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাজেমহল গ্রামে তার নামাজে জানাজা শেষে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
আরএম/এমএ