অনলাইন সংবাদকর্মীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
মঙ্গলবার (২২ নভেম্বর) শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
বিজ্ঞাপন
কর্মশালায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রতিবেদন তৈরি করে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সম্প্রচার করার আহ্বান জানানো হয়।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ‘ট্রেনিং ফর রিপোর্টার্স অব ইলেকট্রনিক মিডিয়া ওন চাইল্ড রাইটস ইস্যুস ইন দ্য কনটেক্স অব কোভিড-২০ অ্যান্ড ইমপরট্যান্স অব সোশ্যাল অ্যান্ড বেহ্যাভিওর চেঞ্জ কমিউনিকেশন প্রোগ্রামিং’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
বিজ্ঞাপন
সরকারি পর্যায়ে এবারই প্রথম শুধুমাত্র অনলাইন মিডিয়াকর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলামের সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. ফারুক আহমেদ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ প্রশিক্ষণ কর্মশালা ২১টি পৃথক অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে পাঁচ থেকে ১১ বছর বয়সের শিশুদের স্বাস্থ্য-সুরক্ষার লক্ষ্যে টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) ও সহকারী প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম এবং কর্মশালা পরিচালক মো. আবুজার গাফফারী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মশালা সমন্বয়ক মো. ফাইম সিদ্দিকী।
জেইউ/কেএ